আমাদের সম্পর্কে

বাংলা প্রকাশনার জগতে স্বাতন্ত্র্যের ছাপ রেখে এবার ওয়েব নিউজে পা রাখছে ‘খোয়াবনামা’। কিন্তু কেন?

নাহ্। ‘খোয়াবনামা খবর’ কখনও এমন দাবি করছে না যে, বাজারে ভালো বাংলা পোর্টালের বড়ই অভাব, তাই…। বরং ‘খোয়াবনামা’ মনে করছে, বেশ কিছু ভালো পোর্টালের সৌজন্যে একটা ভালো সংখ্যায় বাংলা ওয়েবের পাঠক তৈরি হয়েছে আর তাই আরও নতুন-নতুন বিষয়, নতুন-নতুন ভাবনা, নতুন-নতুন লেখক, নতুন-নতুন বিভাগ খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর সেই সঙ্গে ‘খোয়াবনামা’ মনে করছে, বাকিরা কেউই তাদের প্রতিযোগী নয়, বরং সহযোগী।

‘খোয়াবনামা’ মনে করছে, গত কয়েকবছরে বাংলায় বেশ কিছু ভালো ওয়েব পোর্টাল চালু হয়েছে। কোনও কোনও পোর্টাল হয়ে উঠেছে খবর বা হার্ড নিউজ-কেন্দ্রিক। আবার কোনও কোনওটা শুধুই ফিচার-কেন্দ্রিক। এই পরিস্থিতিতে বাংলা-ওয়েবের ঘরে বেনোজল যে একেবারে ঢোকেনি তা নয়। কপি-পেস্ট করা স্টোরি, ফেক নিউজ, অতিরঞ্জিত শিরোনাম ( যা দেখে পাঠক খবরের ভেতর ঢোকেন আর তার ঠিক পরমুহূর্তেই নিরাশ হন), লাইফস্টাইল আর এন্টারটেইনমেন্টের নামে সফট পর্নো, সবই আছে। কিন্তু সেই সঙ্গে আছে, বেশ কিছু ভালো পাঠকও, যাঁরা আজকের নিউ নর্মাল সোসাইটিতে দাঁড়িতে আরো ম্যাচিওরড্ কিছু আশা করছেন বাংলা পোর্টালের কাছে।

আর ঠিক এই জায়গা থেকেই ‘খোয়াবনামা খবর’য়ের পথ চলা শুরু। এ কথা অস্বীকার করা উপায় নেই যে, বাংলা ওয়েব পোর্টাল এখনও অনেকটাই পরীক্ষা আর নিরীক্ষার স্তরে রয়েছে। ঠিক কোন-কোন বিভাগ চালু করলে ফেসবুকবান্ধব পাঠকরা তা গ্রহণ করবেন, ঠিক কত শব্দের মধ্যে লেখা হলে পাঠক ক্লান্ত হয়ে পড়বেন না, এমনকি মোবাইলে পড়ার সুবিধের জন্য ঠিক কত পয়েন্টে টাইপ করে তা আপলোড করা দরকার, এর কোনওটা নিয়েই কেউই এখনও নিশ্চিন্ত বা চূড়ান্ত কোনও জায়গায় পৌঁছতে পারেননি। সবচেয়ে বড় কথা, অডিয়োভিস্যুয়াল চ্যানেলের মতো এখানেও কতটা ভিডিয়ো কনটেন্ট রাখা হবে আর কতটা টেক্সট, এই নিয়েও সবাই একমত হতে পারেননি।

এই পরিস্থিতিতে ‘খোয়াবনামা’ ঠিক করেছে, বই প্রকাশনার মতো ওয়েবের জগতেও তারা একটা স্বাতন্ত্র্যের পরিচয় দেবে। ঠিক সেই কারণে, এমন কিছু বিভাগ রাখা হয়েছে এই পোর্টালে যা সাধারণত অন্য বাংলা পোর্টালে দেখা যায় না। যেমন, ‘মন’, ‘পরিবেশ’, ‘স্থানীয় সংবাদ’…। বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্যের খবর অন্য বিভাগের মধ্যে কোণঠাসা হয়ে থাকে। সেরকম যত্ন পায় না। অথচ মনের যত্ন নেওয়ার কথা তো আজ প্রায় সবাই বলছেন। অন্যদিকে, পরিবেশ বিষয়টি নিয়েও একটি আলাদা বিভাগ করার প্রয়োজনীয়তার কথা মনে হয়েছে। ‘স্থানীয় সংবাদ’ বিভাগ মূলত পাঠকদের জন্য। আজকের সাংবাদিকতার পরিভাষায় যা মূলত ‘সিটিজেন জার্নালিজম’। এ-কথা বলতে দ্বিধা নেই যে, আজ মূল স্রোতের মিডিয়া সরকারি বিজ্ঞাপনের সৌজন্যে ও তৎজনিত অ-দৃশ্য রাজনৈতিক হুমকিতে অনেক খবরই করে উঠতে পারছে না। সেই খবর, প্রয়োজনে ভিডিয়ো-সহ আমরা প্রকাশ করতে পারি এই বিভাগে।

সবশেষে…। যে কোনও মিডিয়া হাউসের কাছে বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ দিক। ‘খোয়াবনামা খবর’ এর ব্যতিক্রম হয়ে উঠবে, এমন দাবি করা হচ্ছে না। কিন্তু, বাণিজ্যের প্রয়োজনে বেনোজলকে যে প্রশ্রয় দেওয়া হবে না কোনওভাবেই, প্রতিটা স্টোরির গুণগত মান বা মেরিট যথাসাধ্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা যে চলবে, পাঠকদের কাছে এই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে ‘খোয়াবনামা খবর’। আর, অনেকটা সেই কারণেই তথাকথিত ‘বিনোদন’ বা ‘এন্টারটেইনমেন্ট’য়ের বদলে এখানে রয়েছে ‘সংস্কৃতি’ আর বইয়ের জন্য রয়েছে আস্ত এক ‘বইপাড়া’।
ধন্যবাদ।